সপ্তাহজুড়ে চলবে মৃদু শৈত্যপ্রবাহ

আপডেট: January 29, 2021 |

রাজধানী ঢাকাতে বেড়েছে শীতের প্রকোপ। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। মৌসুমের শেষ এই শৈত্যপ্রবাহ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহজুড়ে চলমান থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপতর।

গতকাল বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) সর্বশেষ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সীতাকুণ্ড, শ্রীমঙ্গল, রাজশাহী,পাবনা, নওগাঁ এবং চুয়াডাঙ্গা অঞ্চলসহ রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী দুই দিনে আবহাওয়ার অবস্থার তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। আর মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশায় ঢেকে থাকবে প্রকৃতি।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর