ফ্রান্সে ইইউ’র বাইরের নাগরিকদের জন্য ভ্রমণে নিষেধাজ্ঞা

আপডেট: January 31, 2021 |

করোনাভাইরাস প্রতিরোধে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরের নাগরিকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে ফ্রান্স।

আজ রবিবার থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। খবর বিবিসি ও ফ্রান্স২৪-এর।

শুক্রবার বিবৃতিতে এই নিষেধাজ্ঞার ঘোষণা দেন ফরাসি প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্স।

এতে তিনি জানান, রবিবার থেকে কার্যকর হবে নতুন বিধিনিষেধ। ইইউভুক্ত অন্যান্য দেশ থেকে প্রবেশের ক্ষেত্রেও দেখাতে হবে করোনা নেগেটিভের প্রমাণ। বড় বড় শপিং সেন্টারগুলোও বন্ধ থাকবে। এছাড়া ফরাসি নাগরিকদের দেশের বাইরে ভ্রমণও নিয়ন্ত্রণ করা হবে। দেশজুড়ে তৃতীয় দফা লকডাউন এড়াতেই এসব কড়াকড়ি আরোপ করেছে ফরাসি সরকার।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর