ভারতীয় স্পিনারদের ঘূর্ণি সামলাতে যে ‘অস্ত্র’ ব্যবহার করবেন রুট

আপডেট: January 31, 2021 |

শ্রীলঙ্কার ঘূর্ণি পিচে দাপট দেখিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরি এবং দ্বিতীয় টেস্টে ১৮৬ রানের ইনিংস খেলেছেন তিনি। তার সতীর্থ জস বাটলার বলছেন, ভারতীয় স্পিনারদের পক্ষেও রুটকে আয়ত্বে আনা কঠিন হবে। কারণ স্পিনের বিষ নষ্ট করতে সুইপ অস্ত্র রয়েছে তার।

বাটলার বলেন, শ্রীলঙ্কায় দুরন্ত ফর্মে ছিল জো রুট। স্পিনের বিরুদ্ধে সবসময়ই ভাল খেলে ও। দারুণভাবে লেন্থ বুঝে যায় আর অসাধারণ সুইপ খেলে। স্পিনের বিরুদ্ধে সুইপ বড় অস্ত্র। রুটের বিরুদ্ধে ডট বল করা খুব শক্ত। হাতে নানারকম শট থাকায় খুব ভাল স্ট্রাইক রোটেট করে সে।

আগামী ৫ ফেব্রুয়ারি চেন্নাইতে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্ট। ভারতীয় স্পিনারদের সামলাতে ইংল্যান্ডের সেরা বাজি নিঃসন্দেহে তাদের অধিনায়কই। এর আগে যখন ভারত সফরে এসেছিলেন, ব্যাট হাতে বিশেষ কিছু করতে পারেননি তিনি। তবে তৎকালীন অধিনায়ক আলিস্টার কুক এবং কেভিন পিটারসেন ভারতীয় বোলারদের যন্ত্রণা দিয়েছিলেন। এবার রুটের সুযোগ। বিরাট কোহলি, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসনদের সঙ্গে একই ব্র্যাকেটে কেন তার নাম নেওয়া হয় তা প্রমাণ করতে মরিয়া তিনি।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর