৫ পেসারকে এবার রাখা হয়েছে ভবিষ্যতের কথা ভেবে : নান্নু

আপডেট: January 31, 2021 |

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ২ ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ দলে আছেন ৫ পেসার। গত কয়েক সিরিজে নিয়মিত টেস্ট খেলা আবু জায়েদ রাহী, এবাদত হোসেন চৌধুরীর সঙ্গে নবাগত হাসান মাহমুদ, ইনজুরি কাটিয়ে ফেরা তাসকিন আহমেদ ও বাঁহাতি মুস্তাফিজুর রহমান আছেন। দেশের মাটিতে টেস্টে সাধারণত স্পিন আক্রমণেই প্রতিপক্ষকে ঘায়েল করার পরিকল্পনা থাকে। তবে ৫ পেসারকে এবার রাখা হয়েছে ভবিষ্যতের কথা ভেবেই। আজ এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

দেশের মাটিতে স্পিন বান্ধব ধীরগতির উইকেটে এশিয়ার বাইরে থেকে আগত দলগুলোকে ঘায়েল করার নিদর্শণ বাংলাদেশ দল আগেও দেখিয়েছে। তবে দেশের বাইরে এবং উপমহাদেশের দলগুলোর বিপক্ষে ঘরের মাটিতেও পেসারদের ওপর নির্ভর করতে হয়। তাই প্রতিটি সিরিজেই পেসারদের প্রস্তুত রাখার পরিকল্পনা থাকে টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের। সেজন্য ক্যারিবীয়দের বিপক্ষে ৫ পেসারকে নিয়েই টেস্ট দল গড়েছেন তারা।

৫ পেসারকে নিয়ে টেস্ট দল করার পেছনে প্রধান নির্বাচক নান্নু তাই যুক্তি দিলেন। তিনি বলেন,‘আমাদের টেস্ট ক্রিকেটের কথা মাথায় রেখে যে পুল আমরা করেছি বেশিরভাগকেই রাখা হয়েছে। যারা খেলবে না তারা যেন একটা প্রক্রিয়ায় থাকে, টিম ম্যানেজমেন্টের সাথে কাজ করে অভ্যস্ত হয়ে যেন আরও উন্নতি করতে পারে এবং খেলার জন্য প্রস্তুত হতে পারে।’

উইন্ডিজের বিপক্ষে এবারও হয়তো টেস্ট একাদশে এক ঝাঁক স্পিনারকেই দেখা যাবে। দুয়েকজন পেসার সুযোগ পেতে পারেন। নান্নুও এমন ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন,‘আমরা ঘরের মাটিতে সবসময় যেভাবে খেলি সেভাবেই খেলব। এটা এখনই বলা মুশকিল, ২৪ ঘন্টা আগে টিম ম্যানেজমেন্ট একাদশ চূড়ান্ত করবে। কয়টা স্পিনার, কয়টা সিমার নিয়ে খেলবে এটা তখনই সিদ্ধান্ত হবে।’

বাংলাদেশ দলের আগে ও বর্তমানে প্রধান কোচদের চাওয়া ভবিষ্যতের কথা ভেবে দেশের মাটিতেও পেসারদের বেশি বেশি খেলার সুযোগ করে দেওয়ার। যাতে তারা প্রস্তুত হতে পারেন কঠিন সময়ের জন্য। সেই পরিকল্পনা নির্বাচকদেরও। নান্নু বলেন,‘দলেরর মধ্যে স্পিনার, পেস বোলার সবাইকেই প্রস্তুত রাখতে হয়। কারণ আমরা যখন পুল তৈরি করি তখন কিন্তু শুধু একটা টেস্ট ম্যাচ মাথায় রেখে দল করা হয়না। এটা সামনের কথা ভেবে, বিদেশের মাটিতে খেলার বিষয় মাথায় রাখা হয়।’

ক্যারিবীয়দের বিপক্ষে রাহী, এবাদত, তাসকিন, মুস্তাফিজ ও তরুন হাসানের মধ্যে দুয়েকজন খেলতে পারেন। কিন্তু ৫ পেসার তাহলে কেন রাখা হয়েছে? এ বিষয়ে নান্নু বলেন,‘এখানে পাঁচ জন পেসার রাখা হয়েছে কারণ অনেকদিন পর আমরা টেস্ট খেলছি, যেকোন সময় যে কেউ ইনজুরিতে পড়তে পারে। আশা করি সবার ফিটনেস লেভেলটা ভাল অবস্থায় আছে এবং দুটো টেস্টেই তাদের ভাল অবস্থানে পাব।’

বৈশাখী নিউজদিপু

Share Now

এই বিভাগের আরও খবর