যুক্তরাষ্ট্রে গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক আদেশ কার্যকর হচ্ছে

আপডেট: February 1, 2021 |

যুক্তরাষ্ট্রে গণপরিবহনে চলাচলে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।

সোমবার (১ ফেব্রুয়ারি) থেকে এ আদেশ কার্যকর হচ্ছে।

এর আগে স্থানীয় সময় গত শুক্রবার রাতে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র এ আদেশ জারি করে। আদেশে বলা হয়েছে, করোনাভাইরাস মোকাবিলার জন্য বাস, ট্রেনসহ সব গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক।

মিশিগান ইউনিভার্সিটির ১৪ শিক্ষার্থী নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদিকে, সাউথ ক্যারোলাইনার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে দক্ষিণ আফ্রিকা স্ট্রেইনের ভাইরাসটিতে দুইজন আক্রান্ত হয়েছেন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা দুই কোটি ৬৭ লাখ ৬৭ হাজার ২২৯। মৃত্যু হয়েছে ৪ লাখ ৫২ হাজার ২৭৯ জনের।

এদিকে, করোনার বিস্তার রোধে কোনো কোনো দেশ ভ্রমণের ওপর নতুন করে বিধিনিষেধ আরোপ করছে।

বৈশাখী নিউজবিসি

Share Now

এই বিভাগের আরও খবর