পুঁজিবাজারে সূচক ছিল ঊর্ধ্বমুখি , লেনদেন কমেছে

সময়: 3:35 pm - February 4, 2021 | | পঠিত হয়েছে: 4 বার

দেশের পুঁজিবাজারে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সব ধরনের সূচক ছিল ঊর্ধ্বমুখি। এদিন সূচক বাড়লেও লেনদেন আগের কার্যদিবসের চেয়ে কমেছে।

জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৬১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৭৩ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭১৩ কোটি ৫৪ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৯৪ কোটি ৬১ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৮টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৩৩টির, কমেছে ১০৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ১১৬টি শেয়ার দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৩৩১ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ২১ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৫৬ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ৯৯ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৮৫৩ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হওয়া ২৩৩টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১০৩টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ৩৫ কোটি ১১ লাখ টাকা।

বৈশাখী নিউজইডি

Share Now

এই বিভাগের আরও খবর