ফিলিস্তিনে গ্রাম গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ইউরোপীয় ইউনিয়নের নিন্দা

আপডেট: February 7, 2021 |

নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর বারবার হামলা চালিয়েছে যাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। অধিকৃত পশ্চিমতীরে ফিলিস্তিনের একটি বেদুইন গ্রাম গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ইসরাইলের নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইউ)। ইসরাইলি বাহিনী গত ৩ মাসের মধ্যে দুই দফা অভিযান চালায় ফিলিস্তিনের ওই গ্রামটিতে।

ইউরোপীয় ইউনিয়ন গত বৃহস্পতিবার ইসরাইলি বর্বতার নিন্দা জানায়। এক বিবৃতিতে ফিলিস্তিনে নিয়োজিত ইউ’র বিশেষ দূত এসভেন কোহেন ভন বার্গসর্ডফ বলেছেন, সাম্প্রতিক সময়ে ইসরাইলিরা ফিলিস্তিনে যেভাবে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে, তা কোনো ভাবেই আইনসম্মত নয়।

এদিকে, সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে বলা হয়েছে, জুমার নামাজের পর ইসরায়েলি বাহিনীর দখলদারিত্বের বিরুদ্ধে বিক্ষোভ করে ফিলিস্তিনের সাধারণ জনগণ। ফিলিস্তিনি বিক্ষোভকারীরা ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। বিক্ষোভে দখলদার বাহিনীর আগ্রাসন রুখতে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

বিক্ষোভকারীদের একজন জানিয়েছেন, আমরা এখানে জড়ো হয়েছি ইসরায়েলি বাহিনীর দখলদারিত্বের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানাতে। কোনো অবস্থাতেই তাদের অত্যাচার মেনে নেওয়া হবে না। যতদিন দাবি আদায় না হবে, ততদিন এ লড়াই চলবে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল নিক্ষেপ করে ইসরায়েলি সেনারা। জবাবে তাদের দিকে পাথর ছুড়ে মারে বিক্ষোভকারীরা। এরপর তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে ইসরায়েলি সৈন্যরা।

পশ্চিমতীরে ইসরাইলের অবৈধ বসতি স্থাপনের প্রতিবাদে বিক্ষোভ করে আসছে ফিলিস্তিনিরা। এতে দখলদার বাহিনীর হামলায় হতাহত হয়েছেন বহু নিরীহ ফিলিস্তিনি।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর