আমেরিকাকে আগে পরমাণু চুক্তিতে ফিরে আসতে হবে: আয়াতুল্লাহ খামেনি

আপডেট: February 8, 2021 |

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, আমেরিকাকে অবশ্যই ২০১৫ সালের ঐতিহাসিক পারমাণবিক চুক্তিতে আবার ফিরে আসতে হবে। আমেরিকার সঙ্গে তখন সই করা চুক্তি জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যও নবায়ন না করলে কোনও শর্ত আরোপের অধিকার তাদের নেই বলে মন্তব্য করেন তিনি। খবর আল-জাজিরা’র।

প্রতিবেদনে বলা হয়েছে, বিমান বাহিনীর কমান্ডারদের সঙ্গে এক বৈঠকে খামেনি বলেন, ‘তারা চুক্তির পর খুব অল্প সময়ের জন্য অবরোধ তুলে নিয়েছিল। কিন্তু আবার তারা পাল্টে যায় ও অবরোধ বৃদ্ধি করে।’

খামেনি আরও বলেন, ‘অতএব এক্ষেত্রে কোনও শর্ত আরোপের অধিকার তাদের নেই। চুক্তি বজায় রাখতে একমাত্র যাদের শর্ত আরোপের অধিকার আছে তারা হলো ইরান। কারণ ইরানই শুরু থেকে চুক্তির সব প্রতিশ্রুতি পূরণ করেছে।’

খামেনি বলেন, চুক্তির জন্য ইরান শর্ত দিয়েছে এবং সেখান থেকে দেশটি পিছু হটবে না।

‘তারা যদি চায় চুক্তিতে ইরান আবার ফিরে আসবে, তাহলে যুক্তরাষ্ট্রকে অবশ্যই সব অবরোধ তুলে নিতে হবে। এবং এটা শুধু কাগজে-কলমে না; তাদের এটা কাজে পরিণত করতে হবে আর আমরা তা যাচাই করব,’ বলেন খামেনি।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর