ত্রিমুখী লড়াইয়ে জমে উঠেছে রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচন

আপডেট: May 12, 2024 |
inbound5863842174341875705
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দ্বিতীয় ধাপে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের তিন প্রার্থীর ত্রিমুখী লড়াই বেশ জমে উঠেছে।

নির্বাচনী প্রতীক বরাদ্দের পরপরই প্রার্থীরা প্রচার-প্রচারণার মাধ্যমে ভোটারদের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে দ্বারে দ্বারে ছুটছেন।

গত ২রা মে প্রার্থীদের প্রতীক বরাদ্দের পরপরই প্রার্থীরা প্রচার-প্রচারণায় মাঠে নেমে পড়েছে। শুরু করেছেন গণসংযোগ, উঠান বৈঠক, পোস্টার টানানো, নির্বাচনী অফিস উদ্বোধন।

ইতিমধ্যে প্রার্থীদের স্ত্রী, আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবরাও প্রচার-প্রচারণায় মাঠে নেমে পড়েছে। তৃণমূল পর্যায়ের জনগণের সঙ্গে কুশল বিনিময়ের মধ্যদিয়ে ব্যস্ত সময় পার করছেন তিন চেয়ারম্যান পদপ্রার্থী ও ভাইসচেয়ারম্যান প্রার্থীরা।

তবে এই নির্বাচনে বিএনপির কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকলেও বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের তিন পদস্থ নেতার মধ্যেই চলছে ত্রিমুখী লড়াই। ভোটের মাঠে কেউ কাউকে ছাড় দিতে রাজি নন।

তারা হলেন রাণীশংকৈল উপজেলা আওয়ামীলীগের সভাপতি সইদুল হক (আনারস), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মেদ হোসেন বিপ্লব (ঘোড়া), উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য আব্দুল কাদের(মোটরসাইকেল) প্রতীক নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন।

এছাড়াও প্রচার-প্রচারণায় থেমে নেই ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীরাও।

পুরুষ ভাইসচেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন , উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোহেল রানা (টিউবওয়েল), উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রমজান আলী (বৈদ্যুতিক বাল্ব), উপজেলা আওয়ামী কৃষক লীগের সভাপতি বাবর আলী (চশমা) , উপজেলা শ্রমিক নেতা হযরত আলী (টিয়া পাখি) ও উপজেলা আওয়ামী কৃষক লীগের সাধারণ সম্পাদক দিগেন্দ্রনাথ রায় (তালা) প্রতীক নিয়ে মাঠ কাঁপাচ্ছেন।

মহিলা ভাইসচেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, শেফালী বেগম (পদ্মফুল), ফরিদা ইয়াসমিন (ফুটবল), মাহফুজা বেগম পুতুল (কলস) এবং শারমিন আক্তার (হাঁস) প্রতীক নিয়ে মাঠ কাঁপাচ্ছেন।

তবে ভোটাররাও ছাড় দিতে রাজি নন। আওয়ামীলীগের তিন প্রার্থীর লড়াইয়ে যাচাই-বাছাই করে নিরহংকার,সৎ যোগ্য, সাধারণ মানুষের বিপদের বন্ধু এমন মানুষকে ভোটাধিকার প্রয়োগ করবেন বলে বিভিন্ন এলাকার সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়।

এরমধ্যে গ্রাম গঞ্জে, হাটে-মাঠে, সরকারি-বেসরকারি অফিস আদালতে প্রার্থীদের ভালো মন্দ দিক নিয়ে চলছে আলোচনা সমালোচনা।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ৮৩ হাজার ৩ শ ৯১ জন। ৬৬টি কেন্দ্রে আগামি ২১মে (মঙ্গলবার) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Share Now

এই বিভাগের আরও খবর