মালয়েশিয়ার ইপোতে বাস দূর্ঘটনা, আহত ৪০

আপডেট: May 12, 2024 |
inbound4342190815609765849
print news

আপেল মাহমুদ, মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ার ইপো রাজ্যের উত্তর-দক্ষিণ এক্সপ্রেসওয়ের দক্ষিণ দিকে একটি গাড়ি রাস্তার পাশে উল্টে যায়।

রোববার (১২ মে) এ দুর্ঘটনায় ৪০ জন যাত্রী হতাহতর ঘটনা ঘটেছে।

মালয়েশিয়ার সরকারি সংবাদ সংস্থা বারনামাসহ অধিকাংশ সংবাদ মাধ্যমের মাধ্যমে জানা যায় যে, রোববার সকাল সাড়ে ৭টার দিকে এই ঘটনায় ৪০ জন যাত্রী, বাসের চালক এবং গাড়ির চালক গুরুতর আহত হয়। বাসের সকল যাত্রীরা স্থানীয় নাগরিক ছিলেন।

পেরাক ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের সহকারী পরিচালক অপারেশন সাবারোদজি নর আহমদ বলেছেন, বাসটি উল্টে রাস্তার বাম পাশে খাদে পড়ে যায়।

একটি ধর্মীয় অনুষ্ঠানের জন্য যাত্রীরা কাম্পুং কেডা থেকে ইপো যাওয়ার পথে এ ঘটনা ঘটে। মেরু রায়া এবং কুয়ালা কাংসার স্টেশনের ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালান।

উদ্ধার করার পর, তাদের দুটি জরুরি উদ্ধারকারী যান এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি অ্যাম্বুলেন্সে রাজা পারমাইসুরি বাইনুন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর