বাইডেন-মোদির ফোনালাপ, যা নিয়ে কথা হল

আপডেট: February 9, 2021 |

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর জো বাইডেনের সঙ্গে এই প্রথম কথা হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

সোমবার সন্ধ্যায় টুইট করে মোদি নিজেই জানালেন বিষয়টি। দু’দেশের ‘যৌথ প্রাধান্য’ নিয়ে কথা হয়েছে, সে কথাও টুইটারে উল্লেখ করেছেন মোদি।

ফোনালাপে বাইডেনকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। লিখেছেন, “তার (বাইডেন) সাফল্য কামনা করেছি। স্থানীয় বিষয়ে এবং আমাদের যৌথ প্রাধান্যের বিষয়ে কথা হয়েছে। জলবায়ু পরিবর্তন নিয়ে দু’দেশের মধ্যে পারস্পারিক সহযোগিতা বাড়াতে ঐক্যমত্য হয়েছি আমরা।”

এছাড়া আন্তর্জাতিক বিষয়েও কথা হয়েছে বলে জানিয়েছেন মোদি। তার কথায়, “আন্তর্জাতিক নিয়মনীতি মেনে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি আমরা। ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে এবং দু’দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও মজবুত করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি আমরা।”

বাইডেন হোয়াইট হাউসের মসনদে বসেছেন গত ২০ জানুয়ারি। ৪৬তম প্রেসিডেন্টকে পরপর টুইট করে অভিনন্দন জানিয়েছিলেন মোদি। লিখেছিলেন, “আমেরিকার সঙ্গে বিশ্বশান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে যৌথভাবে কাজ করবে ভারত। দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ককেও নতুন উচ্চতায় নিয়ে যাবে দুই দেশ।” তবে সরাসরি কথা হল এই প্রথম। সূত্র: আনন্দবাজার

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর