ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৩ বছরের শিশুর মৃত্যু

আপডেট: May 3, 2024 |
inbound1888736521857134404
print news

আরেফিন লিমন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: শুক্রবার সকালে গলাচিপায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে জিসান(৩) নামের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।

এ নিয়ে উপজেলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে দুই শিশু।

জিসান উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের বড় চৌদ্দকানী গ্রামের বাসিন্দা পিয়ার হোসেন মোল্লার ছেলে।

টানা কয়েক সপ্তাহ ধরে অত্যধিক গরম ও ভ্যাপসা আবহাওয়ায় উপজেলায় ডায়রিয়ায় আক্রান্ত সংখ্যা বেড়েই চলছে।

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া আক্রান্ত ৪০ জন রোগী ভর্তি রয়েছে। শুক্রবার সকালই ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৭জন।

জিসানের দাদা কলম মোল্লা ও দাদী রাজিয়া বেগম জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৪টার সময় বমি ও পাতলা পায়খানায় আক্রান্ত হয় জিসান।

পরে স্থানীয় গ্রাম্য ডাক্তারের চিকিৎসা ও ঔষধ নেয়। শুক্রবার সকালে অসুস্থ হয়ে পড়লে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জিসান খুবই নিস্তেজ অবস্থায় ছিল। কর্তব্যরত চিকিৎসকরা অনেক চেষ্টা করেও জিসানকে বাঁচাতে পারে নাই।

এদিকে গত ১৯এপ্রিল ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলার সদর ইউনিয়নের চরখালী গ্রামের আশা মনি মীম (১১) নামের পঞ্চম শ্রেণির ছাত্রী মারা গেছে।

এ নিয়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলায় দুই শিশুর মারা যাবার ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মেজবাহ উদ্দিন জানান, শিশু জিসানকে শুক্রবার সকালে হাসপাতালে নিয়ে আসা হয়। জিসান চিকিৎসার নেবার আগেই মারা যায়।

Share Now

এই বিভাগের আরও খবর