অভিনেতা রাজিব কাপুরের অকাল মৃত্যু

আপডেট: February 9, 2021 |

না ফেরার দেশে অভিনেতা রাজিব কাপুর। তার বয়স হয়েছিল ৫৮।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। রাজিব কাপুরের আরো একটি পরিচয় তিনি বলিউডের কিংবদন্তি অভিনেতা রাজ কাপুরের ছেলে এবং অভিনেতা রণধীর কাপুর ও  ঋষি কাপুরের ছোট ভাই।

খবরটি নিশ্চিত করে রণধীর কাপুর ইটাইমসে বলেন, ‘আমার ছোট ভাই রাজিবকে হারিয়েছি। সে আর বেঁচে নেই। চিকিৎসকরা অনেক চেষ্টা করেছেন কিন্তু তাকে বাঁচাতে পারেননি। আমি এখন হাসপাতালে। তার লাশ নেওয়ার জন্য অপেক্ষা করছি।’

রাজিব কাপুর ১৯৮৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘এক জান হ্যায় হাম’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। এছাড়া বাবা রাজ কাপুরের সর্বশেষ সিনেমা ‘রাম তেরি গঙ্গা মাইলি’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। তার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে— ‘আসমান’ (১৯৮৪), ‘লাভার বয়’ (১৯৮৫), ‘জবরদস্ত’ (১৯৮৫), ‘হাম তো চালে পরদেশ’ (১৯৮৮)। ১৯৯০ সালে মুক্তি পাওয়া ‘জামিদার’ সিনেমায় শেষ দেখা গেছে তাকে। এরপর সিনেমা পরিচালনা ও প্রযোজনায় নাম লেখান তিনি।

বৈশাখী নিউজদিপু

Share Now

এই বিভাগের আরও খবর