করোনার আরও দুই নতুন রূপ পাওয়া গেছে ইংল্যান্ডে

আপডেট: February 10, 2021 |

করোনার হানায় বিপর্যস্ত পুরো বিশ্ব। বেডে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এরইমধ্যে আতঙ্ক বাড়াচ্ছে করোনার ভিন্ন ভিন্ন ধরণ। তদন্তে ইংল্যান্ডে করোনাভাইরাসের আরো দুইটি নতুন রূপ পাওয়া গেছে। মঙ্গলবার বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

কোভিড-১৯ এর নতুন এই দুই রূপের মধ্যে একটি উদ্বেগের কারণ হিসেবে বলা হয়েছে। নতুন এই ভাইরাসের রূপের সাথে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলের করোনার মিল রয়েছে।

দেশটির সরকারী উপদেষ্টা বৈজ্ঞানিক কমিটি জানায়, নতুন দুই করোনার রূপের একটি প্রথমে পাওয়া যায় বিস্টলে যা দুশ্চিন্তার কারণ। ভাইরাসের অন্যরূপটি চিহ্নিত হয়ে লিভারপুলে।

এতে E484K রূপান্তর রয়েছে, যা ভাইরাসের স্পাইক প্রোটিনে ঘটে। দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলের রূপগুলোর ক্ষেত্রেও একই রকম দেখা গেছে।

যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগ এ পর্যন্ত নতুন এই করোনার রূপে ৭৬ জন আক্রান্তের তথ্য পেয়েছে এবং আশা করছে যে ভ্যাকসিন এদের বিরুদ্ধেও কাজ করবে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর