বাহরাইনে দুই সপ্তাহের জন্য মসজিদে নামাজ স্থগিত

সময়: 10:17 am - February 11, 2021 | | পঠিত হয়েছে: 2 বার

করোনাভাইরাস সংক্রমণের বিস্তার ঠেকাতে আগামী দুই সপ্তাহের জন্য মসজিদভিত্তিক সব ধরনের অনুষ্ঠান ও জনসমাগম স্থগিত করেছে বাহরাইন। বৃহস্পতিবার থেকে এ নির্দেশনা কার্যকর করা হবে। খবর আরব নিউজের

প্রতিবেদনে বলা হয়, শুক্রবারের জুমার নামাজে সীমিত সংখ্যক লোক উপস্থিত থাকবেন। এছাড়া আহমদ আল ফাতেহ ইসলামিক সেন্টার থেকে অনলাইনে জুমার বক্তব্য সরাসরি সম্প্রচার করা হবে।

করোনা বিষয়ক জাতীয় চিকিৎসা বিশেষজ্ঞদের নির্দেশনায় বাহরাইনের জাস্টিস, ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড অ্যান্ডোম্যান্টস বিষয়ক মন্ত্রণালয় দুই সপ্তাহের জন্য দেশটির মসজিদগুলো সাময়িক বন্ধ ঘোষণা করে। গত মঙ্গলবার করোনা সংক্রমনরোধে সৌদি আরব ১০টি মসজিদ সাময়িক বন্ধ করে দেয়।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর