থাইল্যান্ডে এবার বিক্ষোভ

আপডেট: February 12, 2021 |

প্রায় এক হাজার মানুষ রাজপরিবারের অবমাননা আইন বাতিলের দাবিতে থাইল্যান্ডে বিক্ষোভ করেছে। বুধবার রাজধানী ব্যাংককে এই বিক্ষোভ হয়েছে।

বিক্ষোভকারীদের অনেকে হাড়ি-পাতিল বাজিয়ে প্রতিবাদ জানিয়েছে। গত সপ্তাহে মিয়ানমারে সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভকারীরাও একই কায়দায় প্রতিবাদ জানিয়েছিলেন।

রয়টার্স জানিয়েছে, মূলত মিয়ানমারের বিক্ষোভকারীদের প্রতি সংহতি জানাতেই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছিল। পরে এটি আইন বাতিল দাবির বিক্ষোভে রূপ নেয়। বিক্ষোভকারীরা এই আইনে মঙ্গলবার গ্রেফতার চার জনের মুক্তি দাবি করে।

তারা ‘আমাদের বন্ধুদের মুক্তি দাও’ এবং ‘১১২ ধারা বাতিল করো’ স্লোগান দেয়। একটি পুলিশ স্টেশনের দিকে এগুতে শুরু করলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর