করোনা থেকে সুস্থ বিশ্বে আট কোটির বেশি

সময়: 10:34 am - February 12, 2021 | | পঠিত হয়েছে: 4 বার

সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১০ কোটি ৮২ লাখ ৮২ হাজার দু’শ আটজন এবং মারা গেছে ২৩ লাখ ৭৭ হাজার দু’শ ৮৫ জন।

বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে গেছে আট কোটি তিন লাখ ১৭ হাজার একশ ৫০ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে দুই কোটি ৫৪ লাখ ৩৮ হাজার চারশ ৯৪ জন।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়ার হার ৯৭ শতাংশ এবং মারা যাওয়ার হার তিন শতাংশ। বর্তমানে আক্রান্তদের মধ্যে শূন্য দশমিক চার শতাংশের অবস্থা গুরুতর এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপর যথাক্রমে রয়েছে ভারত, ব্রাজিল, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, স্পেন, ইতালি ও তুরস্ক। সূত্র: ওয়ার্ল্ডয়োমিটার

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর