মিয়ানমারের জান্তা সরকারকে হুঁশিয়ারি দিল জাতিসংঘ

আপডেট: February 13, 2021 |

মিয়ানমারের সামরিক (জান্তা) সরকারকে হুঁশিয়ারি দিল জাতিসংঘ।

দেশটির জনগণের বিরুদ্ধে সহিংসতা পরিহার করার আহ্বান জানিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক উপ হাই কমিশনার নাদা আল-নাশিফ বলেছেন, “বিশ্ব সবই দেখছে। মিয়ানমারের প্রতিবাদী জনগণের বিরুদ্ধে সামরিক বাহিনীর সহিংসতা এবং মানবাধিকার লিঙ্ঘনের বিষয়টি কারও দৃষ্টির বাইরে থাকবে না।”

শুক্রবার জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের জরুরি বৈঠকে তিনি এসব কথা বলেন।
নাশিফ সুস্পষ্ট করে বলেন, “এটি পরিষ্কার যে, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী কিংবা প্রাণঘাতী নয়- নির্বিচারে এমন কোনও অস্ত্র ব্যবহার গ্রহণযোগ্য হতে পারে না।”

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। দেশটির রাজনৈতিক নেতা, সরকারের মন্ত্রী ও কর্মকর্তাদের আটক করা হয়েছে। এর বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে সাধারণ মানুষ কিন্তু তাদের ওপর সামরিক বাহিনী হামলা চালাচ্ছে বলে খবর বের হয়েছে। এরপরই জাতিসংঘ মানবাধিকার পরিষদের পক্ষ থেকে এই হুঁশিয়ারি এল।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর