টিকটকের ভারতীয় কার্যক্রম বিক্রি করবে বাইটডান্স

আপডেট: February 15, 2021 |

শর্ট ভিডিও তৈরির সোস্যাল মিডিয়া প্লাটফর্ম টিকটকের ভারতীয় কার্যক্রম বিক্রি করবে বাইটডান্স। এরই মধ্যে চীনভিত্তিক প্রতিষ্ঠানটি সম্ভাব্য ক্রেতা হিসেবে ভারতে টিকটকের প্রতিদ্বন্দ্বী অ্যাপ ‘গ্ল্যান্স’ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শুরু করেছে।

অবশ্য চীনের সাথে বাণিজ্য যুদ্ধের কারণে ভারতে টিকটক অ্যাপ স্থায়ীভাবে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ফলে লাখ লাখ ব্যবহারকারী হারানোয় কার্যক্রম বিক্রি করবে টিকটক।

ব্লুমবার্গের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরে চীনের সঙ্গে সীমান্ত উত্তেজনার জেরে ভারতে চীনা পণ্য বর্জনের ডাক ওঠে। এর ধারাবাহিকতায় টিকটক, ইউসি ব্রাউজার, শেয়ারইট, বিগো লাইভ ও হেলোর মতো ৫৯টি জনপ্রিয় অ্যাপসহ দুই শতাধিক অ্যাপ নিষিদ্ধের মধ্য দিয়ে সে পথেই হাঁটে ভারতের কেন্দ্রীয় সরকার।

এদিকে স্থায়ীভাবে নিষিদ্ধ হওয়ার পর বিবৃতিতে টিকটক জানায়, গত সাত মাসে ভারতে আরোপিত নিষেধাজ্ঞার সমাধান সম্পর্কে সরকারের প্রতিক্রিয়ার অভাবের পরিপ্রেক্ষিতে ভারতে জনবল কমিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে টিকটকের ভারতীয় কার্যক্রম বিক্রি করার উদ্যোড় নিয়েছে টিকটকের প্যারেন্ট কোম্পানি চীনা ইন্টারনেট কোম্পানি বাইটডান্স।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর