উন্নয়ন প্রকল্পে ভালো কাজ করতে হবে : পরিকল্পনামন্ত্রী

সময়: 9:17 pm - February 19, 2021 | | পঠিত হয়েছে: 5 বার

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘দেশের সার্বিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরকারের টাকার কোনো অভাব নেই। আমরা টাকা বরাদ্দ দেবো, সংশ্লিষ্টদের উন্নয়ন প্রকল্পে ভালো কাজ করতে হবে। কাজে গাফিলতি করা যাবে না। উন্নয়ন কাজের সময়সীমার দিকে খেয়াল রেখে টাকা ও সময়ের অপচয় রোধ করতে হবে। তাহলে কাজ দ্রুত বাস্তবায়ন হবে।’

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সিলেট বিভাগের সবচেয়ে বড় সেতু রানীগঞ্জ সেতুর নির্মাণ কাজ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘একটি মহল দেশের সার্বিক উন্নয়নকে পছন্দ করে না। তারা উন্নয়ন নিয়ে নানা বিভ্রান্তি ছড়ায়। তাদের কথা কানে নেওয়া যাবে না। তারা বিভ্রান্তি ছড়ায়। তাদের কাজই এসব ছড়ানো। তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।’

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতির কারণে দেশের উন্নয়নকে পিছিয়ে দিয়েছিল। কিন্তু আমরা এখন ঘুরে দাঁড়িয়েছি। দেশে উন্নয়ন হচ্ছে। মানুষ না খেয়ে মরছে না। মহামারী করোনায়ও আমরা ঘরে ঘরে খাবার দিয়েছি। একটা দল তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে নানা গুজব ছড়ায়। মানুষের কল্যাণে আসে না। বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের গরিব মানুষকে ভালোবাসের বলে এসব করতে সম্ভব হয়েছে। তাই দেশের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই।’

তিনি রাণীগঞ্জ সেতু প্রসঙ্গে বলেন, ‘আমরা আশা করছি আগামী ডিসেম্বর মাসের মধ্যে সেতুর কাজ শেষ করে জেলা শহর সুনামগঞ্জের সাথে রাজধানীর স্বল্প সময়ে সড়ক যোগাযোগ স্থাপন করা হবে।’

এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।

প্রসঙ্গত, ২০১৪ সালে ১৪০ কোটি টাকা ব্যয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের বাস্তবায়নে পাগলা-জগন্নাথপুর-আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের কুশিয়ারা নদীর উপর ৭০২.৩২ মিটার দৈর্ঘ্য ও ১০.২৫ মিটার প্রস্ত সেতুর কাজ শুরু হয়। ৩০ জুন ২০১৮ সালে সেতুর কাজ শেষ করার কথা থাকলেও এখনো সেতুর কাজ শেষ হয়নি। চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে সেতুর কাজ শেষ হবে বলে আশাবাদি সংশ্লিষ্টরা।

বৈশাখী নিউজএপি

Share Now

এই বিভাগের আরও খবর