শিক্ষা ব‌্যবস্থায় পরিবর্তন আনতে আন্তঃমন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে কাজ চলছে

আপডেট: February 27, 2021 |

শিক্ষা ব‌্যবস্থায় পরিবর্তন আনার ওপর  গুরুত্ব আরোপ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘মূল ধারার শিক্ষা ব্যবস্থার পাশাপাশি সফট স্কিল বা নরম (সৃজনশীল) দক্ষতা না থাকায় দেশে শিক্ষিত বেকার বাড়ছে। এ ক্ষেত্রে পরিবর্তন আনতে আন্তঃমন্ত্রণালয় ও সংশ্লিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে কাজ চলছে।’

শনিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা চেম্বার আয়োজিত এক ওয়েবিনারে অংশ নিয়ে দীপু মনি এসব কথা বলেন।

এছাড়া,‘ইন্ডাস্ট্রি-অ‌্যাকাডেমিয়া লিঙ্কেজ: দ্য নিউ প্রন্টিয়ার’ শীর্ষক সেমিনারে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশগ্রহণ করেছেন, বাংলাদেশ বিশ্ববিদ্যায় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক কাজী শহদুল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, ঢাকা চেম্বার সভাপতি রিজওয়ান রাহমান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘শিল্পমালিকরা মনে করছেন, দেশের শিক্ষা ব্যবস্থা সেই পুরনো ব্যবস্থায় চলছে। যা কোনো কাজে আসছে না। আবার শিক্ষা প্রতিষ্ঠান মনে করছে, তারা সঠিক শিক্ষা দিচ্ছে। আমি বলবো, মূলত দুটার কোনোটিই ঠিক নয়।’

উদাহরণ দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘যারা চাকরি দিচ্ছেন, তারা বলছেন যোগ্য লোক পাচ্ছেন না। আবার যারা চাকরি খুঁজছেন, তারা বলেন চাহিদামতো চাকরি পাচ্ছেন না। একে অন‌্যকে দায়ী করা ঠিক নয়।’

অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টের চেয়ারম্যান সবুর খান।

এসময় আরও বক্তব্য রাখেন, অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, রিচার্জ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আনিসুজ্জামান তালুকদার, মেঘনা গ্রুপের পরিচালক তাহমিনা বিনতে মুস্তফা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ার প্রমুখ।

বৈশাখী নিউজইডি

 

Share Now

এই বিভাগের আরও খবর