ইরাকের পশ্চিমাঞ্চলে আল-আসাদ বিমানঘাঁটিতে কমপক্ষে ১০টি রকেট হামলা

আপডেট: March 3, 2021 |

ইরাকের পশ্চিমাঞ্চলের আনবার প্রদেশের আইন আল-আসাদ বিমানঘাঁটিতে অন্তত ১০টি রকেট হামলা হয়েছে।

দেশটিতে মার্কিন নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল ওয়েইন মারোট্টো এমন দাবি করেছেন। কাতারভিত্তিক আলজাজিরা ও বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।

বুধবার সকাল ৭টা ২০ মিনিটে মার্কিন সেনাদের অবস্থান করা ওই বিমানঘাঁটিতে রকেট হামলা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গত সপ্তাহে সিরিয়ায় ইরান-সংশ্লিষ্ট সামরিক স্থাপনায় মার্কিন হামলায় অন্তত ১৭ মিলিশিয়া নিহত হয়েছেন। এরপর প্রথম কোনো মার্কিন ঘাঁটিতে বুধবার হামলা হয়েছে।

পোপ ফ্রান্সিসের ইরাক সফরের একদিন আগে এই হামলার ঘটনা ঘটেছে।

ইরাকি নিরাপত্তা বাহিনী বলছে, সকালে বিমানঘাঁটিতে ১০টি গ্রাড-টাইপ রকেট আঘাত হেনেছে। রকেটগুলো ইরানের আরাশ মডেলের।

বৈশাখীনিউজইডি

Share Now

এই বিভাগের আরও খবর