ওয়ালটনের সহযোগিতায় টাঙ্গাইলে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্র তৈরি করা হচ্ছে

আপডেট: March 8, 2021 |

দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের সহযোগিতায় টাঙ্গাইলে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্র তৈরি করা হচ্ছে।

আজ সোমবার (৮ মার্চ) বিকেল ৩টায় জেলা সদর এলাকার বধ্যভূমির পাশে স্মৃতিকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

 

এর আগে মুক্তিযোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে টাঙ্গাইল জেলা প্রশাসন ও ওয়ালটন-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক।

অনুষ্ঠানে ওয়ালটন গ্রুপের ভাইস চেয়ারম্যান এস এম নুরুল আলম রেজভী বলেন, ‘বাঙালি জাতি আমরা। এখনও বীরের বেশে টিকে আছি।’

বৈশাখী নিউজবিসি

Share Now

এই বিভাগের আরও খবর