অস্ট্রেলিয়া পর্যটন খাতকে উজ্জীবিত করতে ফ্লাইটের দাম কমাল

আপডেট: March 11, 2021 |

মহামারী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিশ্বের সবদেশই সীমান্ত বন্ধ করে দিয়েছে। সম্প্রতি বিভিন্ন দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা সচল হলেও তা চলছে সীমিত পরিসরে। ফলে বিশ্বজুড়ে পর্যটন খাতে মন্দা নেমে এসেছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য ফ্লাইটের দাম অর্ধেক করেছে অস্ট্রেলিয়া।

এর ফলে অস্ট্রেলিয়ানরা দেশের অভ্যন্তরে বিভিন্ন পর্যটন স্থানগুলোতে কম খরচে যাতায়াত করতে পারবেন। এপ্রিল থেকে জুলাই পর্যন্ত এ সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন। অস্ট্রেলিয়ার সরকার পর্যটন খাতকে উজ্জীবিত করতে খরচ করছে ১.২ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার।

তবে ফ্লাইটের দাম কমানোর সিদ্ধান্তের সমালোচনা করেছেন বিরোধী দল লেবার পার্টি। তারা বলেছে, এতে উড়োজাহাজ সংস্থাগুলোই উপকৃত হবে। পর্যটন খাত ও হোটেল পরিচালকদের এতে কোনো সুবিধা দেওয়া হয়নি। সূত্র: বিবিসি

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর