ইউনিয়ন পরিষদের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত উন্নয়ন প্রকল্প অনুমোদন না দেওয়ার নির্দেশ

আপডেট: March 12, 2021 |

আসন্ন ইউনিয়ন পরিষদের সবগুলো ধাপের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ওই এলাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন না দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার (১২ মার্চ) ইসি সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের উপ-সচিব (নির্বাচন পরিচালনা শাখা-২) মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়। এতে প্রার্থীদের নির্বাচনি আচরণবিধি পরিপন্থি কোনো কার্যক্রম না নিতেও বলা হয়েছে।

 

তফসিল অনুযায়ী আগামী ১১ এপ্রিল প্রথম ধাপের ৩৭১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকি ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচন কয়েক ধাপে শেষ করবে নির্বাচন কমিশন।

ইসির দেওয়া আদেশে বলা হয়েছে, তফসিল ঘোষণার তারিখ থেকে নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রকাশ পর্যন্ত প্রার্থী কোনো চাঁদা বা অনুদান দিতে বা অঙ্গীকার করতে পারবে না। এ বিধান লঙ্ঘন দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

একই সঙ্গে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ওই এলাকায় নতুন সব অনুদান স্থগিত, উন্নয়নমূলক প্রকল্প অনুমোদন বা অর্থ অবমুক্ত না করতে সরকারের কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

বৈশাখী নিউজএপি

Share Now

এই বিভাগের আরও খবর