ক্ষুধার কারণে বিশ্বব্যাপী লাখ লাখ মানুষ মৃত্যুর ঝুঁকিতে রয়েছে

আপডেট: March 12, 2021 |

জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, কোভিড -১৯ মহামারি ও জলবায়ু পরিবর্তনের হুমকি বৃদ্ধি এবং ক্ষুধার কারণে বিশ্বব্যাপী লাখ লাখ মানুষ মৃত্যুর ঝুঁকিতে রয়েছে।

নিরাপত্তা পরিষদের খাদ্য ও নিরাপত্তা বিষয়ক এক বৈঠকে বৃহস্পতিবার মহাসচিব বলেন, তাৎক্ষণিক পদক্ষেপ না নিলে লাখ লাখ মানুষ ক্ষুধা ও মৃত্যুর মুখে পড়বে।

গুতেরেস বলেন, তিন ডজনের বেশি দেশের ৩০ মিলিয়ন লোক দুর্ভিক্ষ ঘোষণা থেকে মাত্র এক পা দূরে রয়েছে।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তন এবং কোভিড- ১৯ মহামারি এই পরিস্থিতি আরো তীব্র করেছে।

মহাসচিব বলেন, আমার একটি সাধারণ বার্তা হচ্ছে যদি আপনারা লোকদের খাবার দিতে না পারেন, আপনাদের সংঘাতের মুখোমুখি হতে হবে।

২০২০ সালের শেষের দিকে দ্বন্দ্ব ও অস্থিরতায় ৮৮ মিলিয়নের বেশি মানুষ তীব্র ক্ষুধার মুখোমুখি হয়।

এ বছর এই অস্থিরতা আরো ২০ শতাংশ বাড়ছে। ২০২১ সালে এই সংকট আরো তীব্র হতে পারে।

বৈশাখী নিউজএপি

Share Now

এই বিভাগের আরও খবর