থাইল্যান্ড অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেয়া বন্ধ করল

আপডেট: March 12, 2021 |

নতুন শঙ্কায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনার টিকাদান কর্মসূচি স্থগিত করেছে থাইল্যান্ড সরকার।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনার টিকা নিলে রক্ত জমাট বাধতে পারে এমন ভয় থেকে টিকা-কর্মসূচি শুরু করতে দেরি করছে থাইল্যান্ড সরকার।

শুক্রবার থেকে টিকা দান কর্মসূচি শুরু করার কথা থাকলেও তা বাতিল করা হয়েছে।

ডেনমার্ক ও নরওয়েসহ বেশ কয়েকটি দেশ এই টিকার ব্যবহার স্থগিত করার পরে থাইল্যান্ডও এই সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে ৫০ লাখ ইউরোপীয় ইতোমধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছে। এর মধ্যে প্রায় ৩০ জনের শরীরে রক্ত জমাট বাঁধার খবর পাওয়া গেছে। এছাড়া ইতালিতে ৫০ বছর বয়সী একজনের টিকা নেয়ার পর রক্ত জমাট বেঁধে মৃত্যুর ঘটনায় উদ্বেগের সৃষ্টি হয়েছে।

তবে ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা বলছে যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা কোভিড-১৯ ভ্যাকসিন রক্ত জমাট বাঁধার ঝুঁকির সাথে যুক্ত রয়েছে বলে কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। এদিকে, অ্যাস্ট্রাজেনেকা বলছে যে ক্লিনিক্যাল ট্রায়ালে টিকার সুরক্ষা ব্যাপকভাবে পরীক্ষা করা হয়েছে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর