সিরিয়ার প্রেসিডেন্টর স্ত্রীর বিরুদ্ধে তদন্তে নামলো ব্রিটেন

সময়: 12:04 pm - March 16, 2021 | | পঠিত হয়েছে: 2 বার

সিরিয়ায় সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি ও উৎসাহ দেওয়ার অভিযোগে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের স্ত্রী আসমা আল আসাদের বিরুদ্ধে তদন্ত করেছে ব্রিটেনের পুলিশ। অভিযোগ প্রমাণিত হলে ব্রিটিশ নাগরিকত্ব বাতিল হতে পারে এই দম্পতির।

আসমা আল আসাদ পেশায় একজন ব্যাংকার। ১০ বছর আগে থেকেই তিনি সরকার বিরোধীদের দমনে উচ্চকণ্ঠ ছিলেন। সিরিয়া যুদ্ধে এখন পর্যন্ত পাঁচ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে কয়েক লাখ মানুষ। দীর্ঘ দিনের যুদ্ধের ফলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সিরিয়া। বর্তমানে স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গোষ্ঠী দেশটির বিভিন্ন অংশ নিয়ন্ত্রণ করছে।

লন্ডনের মেট্রোপলিটন পুলিশ ১৪ মার্চ জানিয়েছে, ‘তারা ২০২০ সালের জুলাই মাসের একটি সুপারিশ পেয়েছে যার সঙ্গে সিরিয়ায় চলমান সংঘর্ষের সম্পর্ক রয়েছে। সুপারিশটি যুদ্ধাপরাধ ইউনিটের কর্মকর্তাদের পর্যালোচনায় রয়েছে। গুয়ের্নিকা ৩৭ নামে লন্ডন ভিত্তিক একটি যুদ্ধ-কেন্দ্রিক আন্তর্জাতিক আইন বিষয়ক সংস্থা আসমার বিরুদ্ধে এই অভিযোগ তোলে।’

এ সম্পর্কে সংস্থাটির ওয়েবসাইটে বলা হয়েছে, ‘জ্যেষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্বদের কাজের জবাবদিহি নিশ্চিতের ক্ষেত্রে এটি একটি বড় পদক্ষেপ। স্বাধীন ও নিরপেক্ষ আইনি প্রক্রিয়ার মাধ্যমে এটি এও নিশ্চিত করে যে, রাষ্ট্র তার নাগরিকের কাজের দায়ভার নেয়।’

গুয়ের্নিকা ৩৭ এর প্রতিষ্ঠাতা টবি ক্যাডম্যান বলেন, ‘তার (আসমা) ওপর সন্দেহ রয়েছে যে তিনি কিছু কর্মকাণ্ডে উসকানি দিয়েছেন যার ফলে সিরিয়ায় প্রাণহানির ঘটনা ঘটেছে। সামরিক বাহিনীর সঙ্গে বৈঠক, প্রকাশ্যে বক্তব্য দেওয়া, সামরিক বাহিনীর কর্মকাণ্ডকে মহিমান্বিত করা প্রভৃতির ফলে সিরিয়ায় পাঁচ লাখ মানুষের মৃত্যু এবং রাসায়নিক ও অন্যান্য অস্ত্রের ব্যবহার হয়েছে।’

তিনি আরও বলেন, ‘তিনি প্রেসিডেন্টের স্ত্রী এটিই শুধু একমাত্র ব্যাপার নয়, আমাদের অভিযোগ হল তিনি সক্রিয়ভাবে প্রচারণা চালিয়েছেন এবং এসব অপরাধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। এর ফলে তার নাগরিকত্ব কেড়ে নেওয়া হতে পারে। আমরা অবশ্যই তা চাইনা, আমরা চাই তাকে বিচারের মুখোমুখি করা হোক।’

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর