শান্তিরক্ষীদের ৩ লাখ ডোজ ভ্যাকসিন দেবে চীন

আপডেট: March 16, 2021 |

জাতিসংঘ শান্তিরক্ষীদের করোনাভাইরাসের ৩ লাখ ডোজ ভ্যাকসিন দেবে চীন। অনুদান হিসেবে এ ভ্যাকসিন দেওয়া হবে। এ ক্ষেত্রে আফ্রিকায় মোতায়েন শান্তিরক্ষীদের অগ্রাধিকার দেওয়া হবে।

জাতিসংঘ মহাসচিবকে লেখা এক চিঠিতে নিজ দেশের এমন অবস্থানের কথা জানিয়েছে সংস্থাটিতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জাং জুন। খবর সিএনএনের।

চিঠিতে বলা হয়েছে, করোনা মহামারির বিরুদ্ধে লড়াই এখন বিশ্বের সবচেয়ে চাপের কাজ। জাং জুন বলেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয়ের জন্য ভ্যাকসিনগুলোই হচ্ছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র। চীন ভ্যাকসিনের ন্যায়সঙ্গত বণ্টনকে বিশেষত উন্নয়নশীল দেশগুলোতে এর সাশ্রয়ী অভিগম্যতার বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দেয়। ১৫ মার্চ পর্যন্ত বেইজিং ৬৯টি দেশ এবং দুটি আন্তর্জাতিক সংস্থাকে ভ্যাকসিন সহায়তা সরবরাহ করেছে। ২৮টি দেশে ভ্যাকসিন রফতানি করা হয়েছে। আরও অনেক দেশ ও লোকজন চীনা ভ্যাকসিন থেকে উপকৃত হচ্ছে।

জাতিসংঘ শান্তিরক্ষীদের জন্য চীন অনুদান হিসেবে টিকা দেওয়ার কথা বললেও তারা ঠিক কোন ভ্যাকসিনটি সরবরাহ করতে আগ্রহী সেটি জানানো হয়নি।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর