দামেস্কে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট: March 17, 2021 |

২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করতে উঠেপড়ে লেগেছে ইসরাইল এবং তার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। এরই ফলশ্রুতিতে সিরিয়ার রাজধানী দামেস্কে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল।

স্থানীয় সময় ১৬ মার্চ রাত ১০টা ৩৫ মিনিটে দামেস্কে সেনাঘাঁটি লক্ষ্য করে গোলান মালভূমি থেকে এসব ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইহুদিবাদী দেশ ইসরাইল। তবে বেশিরভাগ হামলাই প্রতিহত করার দাবি করছে সিরিয়া। ইসরাইল এ ব্যাপারে এখনও কোন মন্তব্য করেনি।

দামেস্কে সিরিয়ার সেনাঘাঁটি ছাড়াও ইরানপন্থি সশস্ত্র সংগঠন ও হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে এসব হামলা চালিয়ে আসছে ইসরাইল।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর