ধোনির রেকর্ড ছুঁয়ে ফেললেন আফগান অধিনায়ক

আপডেট: March 20, 2021 |

জিম্বাবুয়ের বিপক্ষে কুড়ি ওভারের তিন ম্যাচের সিরিজে দুর্দান্ত খেলছে আফগানিস্তান।

এক ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করে ফেলেছে আফগানরা।

শুধু তাই নয়, এমন জয়ের পাশাপাশি অনন্য এক মাইলফেলক স্পর্শ করলেন আফগান অধিনায়ক আসগর।

ভারত দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির রেকর্ড ছুঁয়ে ফেলেছেন আসগর।

বৃহস্পতিবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ১৯৩ রানের সংগ্রহ করে আফগানিস্তান।

১৯৪ রানের লক্ষ্য তাড়ায় ১৪৮ রানে থেমে যায় জিম্বাবুয়ে। ফলে জিম্বাবুয়েকে ৪৫ রানে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় আফগানিস্তান।

এর ফলে অধিনায়ক হিসেবে ৪১তম টি-টোয়েন্টি জয় করলেন আসগর আফগান।

অধিনায়ক হিসেবে নজরকার সাফল্য আসগরের। আফগানিস্তানকে ৫১ ম্যাচে নেতৃত্ব দিয়ে মাত্র ১০ ম্যাচ হেরেছেন আসগর।

অর্থাৎ এখন বিশ্বের সবচেয়ে বেশি টি-টোয়েন্টি জেতা অধিনায়ক আসগর আফগান। এতোদিন ধরে এ রেকর্ডটি ছিল ধোনির দখলে।

ভারতের হয়ে ৭২টি টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করে ৪১ জয় পেয়েছেন ধোনি। আর ধোনির সেই রেকর্ড আসগর ছুঁয়ে ফেললেন মাত্র ৫১ ম্যাচই।

চলতি সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়েকে হারাতে পারলে ধোনিকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি জেতা অধিনায়ক হয়ে যাবেন ৩৩ বছর বয়সী আফগান অধিনায়ক।

ধোনি ও আসগরের পরে এ তালিকায় রয়েছেন যথাক্রমে ইংল্যান্ডের এইউন মরগান (৫৮ ম্যাচে ৩৩ জয়), পাকিস্তানের সরফরাজ আহমেদ (৩৭ ম্যাচে ২৯ জয়), ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামি (৪৭ ম্যাচে ২৭ জয়) এবং ভারতের বিরাট কোহলি (৪৪ ম্যাচে ২৬ জয়)। তথ্যসূত্র: ক্রিকইনফো

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর