বিএনপিকে ক্ষমা চাওয়ার আহ্বান হানিফের

সময়: 7:53 pm - March 20, 2021 | | পঠিত হয়েছে: 2 বার

নেতিবাচক রাজনীতি করায়, গণতন্ত্রের কথা বলার আগে বিএনপিকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

শনিবার (২০ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

হানিফ বলেন, এখনো যারা এদেশের উন্নয়ন মানতে পারে না, তারা পাকিস্তানের অনুসারী। বিএনপির নেতাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না।

বাংলাদেশের রাজনীতিতে উজ্জ্বল নক্ষত্র ছিলেন জিল্লুর রহমান উল্লেখ করে তিনি বলেন, জিল্লুর রহমান ছিলেন বলিষ্ঠ নেতৃত্ব।

এ সময় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী। তিনি বলেন, জিল্লুর রহমান ছিলেন আওয়ামী লীগের এক অকুতোভয় সৈনিক। জিল্লুর রহমান তার কর্তব্য একনিষ্ঠভাবে পালন করেছেন।

বেগম মতিয়া বলেন, দেশ গড়ার অঙ্গীকার নিয়ে শেখ হাসিনা দেশ শাসন করছে। সুনামগঞ্জে কোন দিন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়নি, সেই জায়গায় সাম্প্রদায়িক চেতনায় আচ্ছন্ন হবে তা ভাবা যায় না। গভীর ষড়যন্ত্র করা হয়েছে।

শেখ হাসিনার যখন জয়রথ, সেখানে এই ঘটনাগুলো ষড়যন্ত্রেরই অংশ হিসেবে তুলে ধরেন আওয়ামী লীগের এই নেতা।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর