আমরা আমেরিকার সঙ্গে সম্পর্কোন্নয়ন চাই, বাজে সম্পর্কের জন্যও প্রস্তুত

সময়: 3:02 pm - March 21, 2021 | | পঠিত হয়েছে: 4 বার

রাশিয়া বলেছে, আমরা আমেরিকার সঙ্গে সম্পর্কোন্নয়ন চাই, তবে একই সঙ্গে ওয়াশিংটনের সঙ্গে সবচেয়ে বাজে সম্পর্কের জন্যও মস্কো পুরোপুরি প্রস্তুত।

রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মস্কোয় এক সংবাদ সম্মেলনে এ কথা ঘোষণা করেন। খবর স্পুটনিকের।

তিনি বলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত আছেন। জো বাইডেন যখনই চাইবেন, তখনই এ আলোচনা হতে পারে।

রুশ প্রেসিডেন্ট পুতিন গত বৃহস্পতিবার জো বাইডেনকে আগামী শুক্রবার বা সোমবার টেলিভিশনে লাইভ আলোচনায় বসার প্রস্তাব দেন।

এর জবাবে রোববার রাতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জো বাইডেন বলেন, খুব শিগগির পুতিনের সঙ্গে তার আলোচনার পরিবেশ তৈরি হবে বলে তিনি আশা করছেন।

ক্রেমলিনের মুখপাত্র পেসকভ আরও বলেছেন, পুতিন মার্কিন প্রেসিডেন্টকে প্রকাশ্য আলোচনার যে প্রস্তাব দিয়েছেন, ওয়াশিংটনের পক্ষ থেকে তার জবাব না দেওয়াকে ক্রেমলিন প্রস্তাবটি প্রত্যাখ্যান করা হয়েছে বলে ধরে নেবে।

বৈশাখী নিউজইডি

Share Now

এই বিভাগের আরও খবর