মিয়ানমারে মুক্তি পেলেন বিবিসির সাংবাদিক

মিয়ানমারে আটক হওয়া সাংবাদিক অং থুরাকে মুক্তি দেয়া হয়েছে। তিনি বিবিসির বার্মিজ ভাষা বিভাগের রিপোর্টার ছিলেন।

বিবিসির পক্ষ থেকে সোমবার তার মুক্তির খবর নিশ্চিত করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোন খবর জানানো হয় নি।

গত ১৯শে মার্চ রাজধানী নেপিদোতে কোর্ট ভবনের বাইরে দাঁড়িয়ে কাজ করার সময় বিবিসির সাংবাদিক অং থুরাকে সাদা পোশাকধারী লোকজন তুলে নিয়ে যায়।

বিবিসির সাংবাদিককে যারা তুলে নিয়ে যান, তারা অং থুরাকে দেখতে চান বলে জানান। তারা যে গাড়িতে এসেছিলো সে গাড়িতে কোন চিহ্ন ছিলো না। এর পর থেকে বিবিসি আর তার সঙ্গে যোগাযোগ করতে পারছিল না।

সামরিক বাহিনী দেশটির পাঁচটি মিডিয়া কোম্পানির লাইসেন্স বাতিল করেছে বলেও জানিয়েছে বিবিসি।
গত ১ ফেব্রুয়ারি সামরিক সরকার এক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করে।

ওই অভ্যুত্থানের বিরুদ্ধে দেশজুড়ে অব্যাহত বিক্ষোভ এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের মধ্যেই অং থুরা আটক হয়েছিলেন। জাতিসংঘের দেয়া তথ্য অনুযায়ী ওই বিক্ষোভে এখন পর্যন্ত ১৪৯ জন নিহত হয়েছেন।

বৈশাখী নিউজজেপা