৭ ফুটবলারকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে বেলজিয়ামকে

সময়: 11:00 am - March 27, 2021 | | পঠিত হয়েছে: 3 বার

বিশ্বকাপ বাছাইয়ে চেক রিপাবলিকের বিপক্ষে ম্যাচে দলের গুরুত্বপূর্ণ সাত ফুটবলারকে পাচ্ছে না বেলজিয়াম। ফলে কোচ রবের্তো মার্তিনেসের জন্য দল সাজানোই কঠিন হয়ে পড়েছে।

বিশ্বকাপ বাছাইয়ের ‘ই’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় শনিবার রাত পৌনে দুইটায় প্রাগে স্বাগতিক চেক রিপাবলিকের মুখোমুখি হবে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল বেলজিয়াম।

জার্মানিতে বসবাসকারীদের জন্য চেক রিপাবলিকে ভ্রমণে কোয়ারেন্টিন বিধিনিষেধ রয়েছে। তাই সেখানে যেতে পারছেন না বুন্দেসলিগায় খেলা পাঁচ ফুটবলার-হের্টা বার্লিনের দেদ্রিক বোইয়াতা, ভলফসবুর্গের কুন কাসতিলস, স্টুটগার্টের ওরেল মানগালা, বরুশিয়া ডর্টমুন্ডের তমা মুনিয়ে ও তোরগ্যান হ্যাজার্ড।

আরও দুই ফুটবলারকে বেলজিয়াম হারিয়েছে চোটের কারণে। পায়ের ইনজুরিতে মাঠের বাইরে অ্যাটলেটিকো মাদ্রিদের মিডফিল্ডার ইয়ানিক কারাসকো। আর গত বুধবার ওয়েলসের বিপক্ষে জেতা ম্যাচে চোট পান টমাস ভারমালেন।

তবে বেলজিয়াম টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, আগামী বুধবার ঘরের মাঠে বেলারুশের বিপক্ষে ম্যাচে ৭ ফুটবলারকেই পাওয়া যাবে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর