টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৭ মার্চ) সকাল ১০টা ১০ মিনিটে হেলিকপ্টারযোগে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের সমানে তৈরি হেলিপ্যাডে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহন করা হেলিকপ্টার অবতরণ করে। পরে তাকে নির্ধারিত নেতৃবৃন্দ স্বাগত জানান।

এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে যান। সেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানাতে সমাধী সৌধ কমপ্লেক্সে অবস্থান করছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুঙ্গিপাড়ায় পৌঁছালে তাকে সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন শেখ হাসিনা। পরে ভারতের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্স পরিদর্শন করবেন এবং একটি স্মারক বৃক্ষ রোপণ করবেন। এরপর তিনি বঙ্গবন্ধু ভবনে রাখা মন্তব্য বহিতে স্বাক্ষর করবেন।

পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাশিয়ানী উপজেলার ওড়াকান্দির ঠাকুর বাড়ি পরিদর্শন করবেন। সেখানে তিনি হরিচাঁদ ও গুরুচাঁদ মন্দিরে পূজা অর্চনা করে ঠাকুর বাড়ির সদস্য ও নির্ধারিত মতুয়া নেতাদের সঙ্গে মত বিনিময় করবেন।

দুই প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া ও ওড়াকান্দিতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

বৈশাখী নিউজজেপা