পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ ভারতে

সময়: 12:31 pm - March 27, 2021 | | পঠিত হয়েছে: 5 বার

ভারতে করোনা পরিস্থিতি যে ভয়াবহ আকার নিয়েছে, তা গত কয়েক সপ্তাহের পরিসংখ্যানেই স্পষ্ট। এতদিন যে আক্রান্তের সংখ্যাটা ধীরে ধীরে বাড়ছিল, সেটা গত এক সপ্তাহে একধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছে। শনিবার সকালেও আক্রান্তের সংখ্যাবৃদ্ধিটা রীতিমতো উদ্বেগজনক। পাঁচ মাস পর প্রথমবার দেশটিতে দৈনিক আক্রান্ত ৬০ হাজারের গণ্ডি পেরিয়ে গেল।

মূলত মহারাষ্ট্রে করোনা সংক্রমণের পরিস্থিতি উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রেই আক্রান্ত প্রায় ৩২ হাজার। তবে অন্য রাজ্যেও ছবিটা খুব একটা সুখকর নয়। বাংলা–কেরালা–তামিলনাড়ুর মতো ভোটমুখী রাজ্যেও বাড়ছে আক্রান্ত। অন্ধ্রপ্রদেশ, কর্নাটকেও চিত্রটা বেশ চিন্তার।

শনিবার সকালে ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৬২ হাজার ২৫৮ জন করোনা আক্রান্ত হয়েছেন, যা আগের দিনের থেকে কয়েক হাজার বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৯ লাখ ৮ হাজার ৯১০ জন।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মোট মৃতের সংখ্যা ১ লাখ ৬১ হাজার ২৪০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৯১ জনের। এই সংখ্যাটাও আগের দিনের থেকে অনেকটা বেশি। আক্রান্তের সংখ্যা বাড়ার ফলে ঝড়ের গতিতে বাড়ছে অ্যাক্টিভ কেস।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনামুক্ত হয়েছেন ৩০ হাজার ৩৮৬ জন, যা দৈনিক আক্রান্তের অর্ধেকের কম। ফলে দেশের মোট অ্যাক্টিভ কেস একধাক্কায় বেড়ে দাঁড়াল ৪ লাখ ৫২ হাজার ৬৪৭ জন। গত বেশ কয়েকদিন সংখ্যাটা নিয়মিত হারে বাড়ছে। দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ১ কোটি ১২ লাখ ৯৫ হাজার ৬৩৭ জন। এখনও পর্যন্ত মোট টিকা পেয়েছেন ৫ কোটি ৮১ লাখ ৯ হাজার ৭৭৩ জন।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর