মেক্সিকোতে করোনায় মৃত্যুর সংখ্যা ছাড়ালো ২ লাখ

আপডেট: March 27, 2021 |

মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এরইমধ্যে মৃত্যুর সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে মেক্সিকোতে।

২০২০ সালের ১৮ মার্চ মেক্সিকোতে করোনায় প্রথম ব্যক্তির মৃত্যু হয়। এক বছরের মাথায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখে। এখন পর্যন্ত দেশটিতে মারা গেছে ২ লাখ ৮৬২ জন। আক্রান্ত হয়েছে ২২,১৯,৮৪৫ জন। আর সুস্থ হয়েছে ১৭,৫৫,৭৯৮ জন।

উল্লেখ্য, গেল বছরের জুন মাসে মেক্সিকোর ডেপুটি স্বাস্থ্যমন্ত্রী হুগো লোপেজ গাটেল বলেছিলেন, ‘করোনায় যদি ৬০ হাজার মানুষের মৃত্যু হয় তাহলে সেটি হবে খুবই ভয়াবহ ব্যাপার।’ কিন্তু সেই সংখ্যাটা এখন ২ লাখ ছাড়িয়েছে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর