সাতক্ষীরায় দুর্যোগসহনীয় কমিউনিটি সেন্টার নির্মাণে আগ্রহী মোদি

সময়: 1:13 pm - March 27, 2021 | | পঠিত হয়েছে: 4 বার

সাতক্ষীরার শ্যামগরের যশোরেশ্বরী দেবী মন্দিরে পূজা ও আনুষাঙ্গিক আনুষ্ঠা‌নিকতা শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মো‌দি জানিয়েছেন, ভারত-বাংলাদেশের সম্প্রী‌তির প্রতীক হি‌সেবে সাতক্ষীরায় তিনি এক‌টি দু‌র্যোগ সহনীয় ক‌মি‌উ‌নি‌টি সেন্টার নির্মা‌ণ করতে চান।

৩০ মি‌নি‌টের আনুষ্ঠা‌নিকতায়, ম‌ন্দি‌রে আগত সুধীজনদের সা‌থেও কুশল বি‌নিময় ক‌রেন মো‌দি। সকাল ১০টা ৪০ মি‌নি‌টে, য‌শো‌রেশ্বরী ম‌ন্দির ত্যাগ ক‌রেন ভারতীয় প্রধানমন্ত্রী। তার এই সফরে স্থানীয়‌দের ম‌ধ্যে আন‌ন্দের বন্যা ব‌য়ে যায়।

ম‌ন্দি‌রের পুরো‌হিত এবং পৃষ্ঠ‌পোষকরাও দারুণ সম্মা‌নিত বলে জানিয়েছেন। ‌

ধারণা করা হয়, দ্বাদশ শতাব্দীর শেষের দিকে একজন ব্রাহ্মণ এই মন্দির নির্মিত করেছিলেন। সনাতন ধ‌র্মের ৫১টি শ‌ক্তিপী‌ঠের ম‌ধ্যে অন্যতম, য‌শো‌রেশ্বরী ম‌ন্দির।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর