আইপিএলের ছাড়পত্র পেলেন মুস্তাফিজও

আপডেট: March 28, 2021 |

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে বিসিবি থেকে ছাড়পত্র (এনওসি) পেয়েছেন মুস্তাফিজুর রহমান। আগামী ৯ এপ্রিল শুরু হওয়া ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ভারতীয় এই টি-টোয়েন্টি লিগে খেলতে আর বাঁধা নেই কাটার মাস্টারের। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

ক্রিকেট সংবাদ মাধ্যম ক্রিকবাজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, এপ্রিলে শ্র্রীলংকার মাটিতে অনুষ্ঠিত দুই টেস্টের সিরিজের জন্য তারা মুস্তাফিজকে বিবেচনা করছেন না। তার বদলে আইপিএলে খেললে উপকৃত হবেন বলে মনে করছেন তারা।

এবার আইপিএল নিলাম থেকে ১ কোটি রুপিতে মুস্তাফিজকে দলে ভেড়ায় রাজস্থান রয়্যালস।

বাংলাদেশের আরেক তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে আগেই ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে ইতোমধ্যে ভারতে পৌঁছে গোছেন সাকিব।

তবে সাকিবের আইপিএল খেলা নিয়ে কম জল ঘোলা হয়নি। সাকিব ছাড়পত্র চাওয়ায় বিসিবির পক্ষ থেকে বলা হয়েছিল যে, টেস্ট খেলতে চান না সাকিব।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর