সুয়েজে জাহাজ চলাচল স্বাভাবিক

সময়: 11:41 am - March 30, 2021 | | পঠিত হয়েছে: 3 বার

সুয়েজ খালে আটকে পড়া সেই মালবাহী জাহাজটি মুক্ত করা সম্ভব হয়েছে। সেটিকে পুনরায় ভাসিয়ে দেওয়া হয়েছে। ফলে প্রায় এক সপ্তাহ আটকে থাকার পর মিশরের সুয়েজ খাল দিয়ে আবার নৌযান চলাচল শুরু হয়েছে।

খালটিতে বিশাল আকারের পণ্যবাহী জাহাজ এভার গিভেন আড়াআড়িভাবে আটকে থাকায় থমকে ছিল দু’পাশের শতশত জাহাজ।

সোমবার জাহাজটি সরানোর পর আবারও স্বাভাবিক হয়েছে পৃথিবীর ব্যস্ততম কৃত্তিম এই জলপথটি। পণ্য পরিবহন বিষয়ক জার্নাল লয়েড’স লিস্টে বলা হয়েছে, মালবাহী জাহাজ ‘এভার গিভেন’ আটকে যাওয়ায় প্রতি ঘণ্টায় ৪০ কোটি ডলার করে ক্ষতি হতে থাকে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর