১৯০ দেশের দর্শকরা দেখবে নুসরাত ফারিয়ার ‘যদি কিন্তু তবুও’

আপডেট: March 31, 2021 |

বাংলাদেশের পাশাপাশি কলকাতার চলচ্চিত্রেও নিয়মিত অভিনয় করছেন হালের পরিচিত মডেল ও অভিনেত্রী নুসরাত ফারিয়া।

বহুমুখী প্রতিভার অধিকারী এই অভিনেত্রী এবার প্রথমবারের মতো অভিনয়ে জুটি বেঁধেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের সাথে ওয়েব সিনেমায়। নাম ‘যদি কিন্তু তবুও’। সিনেমাটি পরিচালনা করেছেন দেশের জনপ্রিয় পরিচালক শিহাব শাহীন।

সিনেমাটি নির্মাণ করতে প্রায় দেড় বছর সময় লেগে যায়। অবশেষে মুক্তির তারিখ নিশ্চিত হওয়ায় সিনেমাটির সঙ্গে জড়িত সবাই খুবই আনন্দিত। ‘যদি কিন্তু তবুও’ সিনেমাটি ভারতের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে ১ এপ্রিল মুক্তি দেয়া হবে।

এর আগে সিনেমাটি ৩০ মার্চ মুক্তি দেয়ার কথা থাকলেও পরবর্তী সময়ে তারিখ পরিবর্তন করে ১ এপ্রিল নিশ্চিত করা হয়। সিনেমাটি বাংলাদেশের দর্শকদের জন্য বিনা মূল্যে উপভোগ করা যাবে বলেও জি-ফাইভের পক্ষ থেকে জানানো হয়। এ ছাড়া সিনেমাটি ভারত ও বাংলাদেশ ছাড়াও আরো ১৯০টি দেশ থেকে দর্শকরা দেখতে পাবেন বলে জি-ফাইভের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়।

ইতোমধ্যেই সিনেমাটির টিজার প্রকাশ করা হয়েছে। যা দর্শক মহলে ব্যাপক প্রশংসিত হয়। এই সিনেমায় অপূর্ব ও ফারিয়া ছাড়াও আরো অভিনয় করেছেন তারিক আনাম খান, সাবেরী আলম, নাজিবা বাশার ও আমান রেজা।

Share Now

এই বিভাগের আরও খবর