তিন পার্বত্য জেলায় সব পর্যটনকেন্দ্র বন্ধ

সময়: 7:54 pm - March 31, 2021 | | পঠিত হয়েছে: 4 বার

করোনা সংক্রমণ রোধে কাল থেকে পার্বত্য তিন জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির সব পর্যটন কেন্দ্র পরবর্তী ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

বুধবার বিকেলে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে কোভিড সংক্রমণে করণীয় নির্ধারণে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। পাশাপাশি রাত ৮টায় জেলার সব দোকানপাট, মার্কেট ও আবাসিক হোটেল বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়। এ ছাড়া করোনা সংক্রমণ রোধে বেশ কিছু নির্দেশনা জারি করেছে রাঙামাটি জেলা প্রশাসন।

এদিকে, খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস ফেইসবুকে এক নোটিশে জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে কাল থেকে জেলার সব পর্যটন কেন্দ্র পরবর্তী ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর