রাশিয়ার পক্ষে গোয়েন্দাগিরি করায় নৌবাহিনীর ক্যাপ্টেনকে আটক করল ইতালি

আপডেট: April 1, 2021 |

রাশিয়ার পক্ষে গোয়েন্দাগিরি করার জন্য নৌবাহিনীর একজন ক্যাপ্টনকে আটক করেছে ইতালি সরকার। বুধবার এক বিবৃতিতে ইতালির কেন্দ্রীয় পুলিশ কর্তৃপক্ষ দাবি করেছে, রাশিয়ার সামরিক কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠকের সময় তাকে আটক করা হয়।

পুলিশ বলছে, আটক এ নৌ কর্মকর্তা অথের্র বিনিময়ে রাশিয়ার কাছে গুরুত্বপূর্ণ নথিপত্র তুলে দিয়েছেন। গোয়েন্দাগিরি ও রাষ্ট্রীয় নিরাপত্তার দিক থেকে দুই পক্ষই বড় রকমের অপরাধ করেছেন। কিন্তু শুধু ইতালির নৌ কর্মকর্তাকে আটক করা হয়েছে। কারণ, রাশিয়ার ওই কর্মকর্তা ইতালির রুশ দূতাবাসের কূটনীতিক হিসেবে কর্মরত রয়েছেন। ফলে তিনি কূটনৈতিক দায়মুক্তি পেয়েছেন।

পুলিশ আরোও জানিয়েছে, দেশের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা দীর্ঘ তদন্ত করার পর ইতালির এ নৌ কর্মকর্তাকে আটক করা হয়েছে। এ কাজে ইতালির চিফ অব দ্যা ডিফেন্স স্টাফের সহযোগিতা ছিল বলে জানিয়েছে পুলিশ। সূত্র: পার্সটুডে

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর