শেখ হাসিনা-মোদি’র ছবি পোস্ট করে কটূক্তি, যুবক গ্রেপ্তার

আপডেট: April 1, 2021 |

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে কটূক্তি করে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করায় চাঁদপুরে মো. আলাউদ্দিন ব্যাপারী (২১) নামের এক যুবককে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে।

আলাউদ্দিন ব্যাপারী মতলব দক্ষিণ উপজেলার গোসাইপুর গ্রামের মো. আব্দুস ছাত্তার ব্যাপারীর ছেলে।

বুধবার ভোরে মতলব দক্ষিণ উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। চাঁদপুর ডিবির ওসি টান্টু সাহা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ২৯ মার্চ ওই যুবক তার নিজস্ব ফেইসবুক আইডি থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দিয়ে কটূক্তি করে। এ ব্যাপারে বুধবার পুলিশ বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় আইসিটি অ্যাক্টে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

ডিবি’র ওসি টান্টু সাহা জানান, ওই যুবক আলাউদ্দিনকে বুধবার ভোরে মতলব থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়। পরে তাকে আদালতে তোলা হয়। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর