আগুন নেভানোর মহড়ায় পরিবারসহ স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট: April 2, 2021 |

বাসায় আগুন লাগলে প্রাথমিক করণীয়গুলো জেনে নিতে পরিবারসহ মহড়ায় অংশ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শুক্রবার (২ এপ্রিল) সকালে ধানমণ্ডিতে নিজের বাসায় ফায়ার সার্ভিসের ওই মহড়ায় তারা অংশ নেন ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফায়ার সার্ভিসের ঢাকা অঞ্চলের সহকারী পরিচালকের নেতৃত্বে ২৫ সদস‍্যের টিম মহড়া পরিচালনা করে। স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে ও ছেলের স্ত্রী, মেয়ে এবং বাসার কর্মকর্তা-কর্মচারী সবাই অংশ নেন মহড়ায়। বহনযোগ্য অগ্নি নির্বাপণ যন্ত্রের ব্যবহার, এলপি গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে নেভানোর পদ্ধতিসহ আগুন নেভানোর বিভিন্ন কায়দা ও সচেতনতার প্রশিক্ষণ ছিল দুই ঘণ্টার এই মহড়ায়।

প্রত‍্যেকেরই ফায়ার সার্ভিসের প্রাথমিক জ্ঞান থাকা উচিত বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর