ইথিওপিয়ায় ১৯০০ মানুষকে হত্যা

সময়: 8:06 am - April 3, 2021 | | পঠিত হয়েছে: 3 বার

ইথিওপিয়ার টিগরেতে ১৯০০ মানুষকে হত্যা করেছে সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী ও বিদ্রোহীরা বলে জানা গেছে। বেলজিয়ামের ইউনিভার্সিটি অব ঘেন্টের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে বলে এক সংবাদে জানায় দ্য গার্ডিয়ান। 

বলা হয়েছে, নিহতদের মধ্যে সবচেয়ে বেশি বয়সের মানুষটি ৯০ বছরের এবং সবচেয়ে কম বয়সেরটি হচ্ছে শিশু। শান্তিতে নোবেল পাওয়া প্রধানমন্ত্রী আবি আহমেদ গত বছরের নভেম্বরে টিগরের বিদ্রোহীদের দমনে সেনা অভিযানের নির্দেশ দেন। সেই অভিযানে বিদ্রোহী টিগরে পিপলস লিবারেশ ফ্রন্ট পরাজিত হয়। এরপর থেকেই  ইথিওপিয়ার বাহিনী বেসামরিক নাগরিকদের ওপর গণহত্যা ও সহিংসতা চালাতে শুরু করে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর