ডুবন্ত জাহাজ থেকে ১২ নাবিক উদ্ধার

নেদারল্যান্ডসের পণ্যবাহী জাহাজ ১২ জন নাবিককে নিয়ে ডুবতে বসেছিল। তবে তাদেরকে সবাইকে উদ্ধার করা হয়েছে। কীভাবে উদ্ধার করা হল ওই নাবিকদের?

সমুদ্র কিছুটা উত্তাল ছিল। জাহাজের ইঞ্জিনে বিদ্যুতের গোলযোগ হয়। নরওয়ের কাছে একদিকে কাত হয়ে যায় নেদারল্যান্ডসের জাহাজটি।

পণ্যবাহী জাহাজটিতে সাড়ে তিনশ’ টন অপরিশোধিত তেল, ৫০ মেট্রিক টন ডিজেল ছিল। জাহাজটির দাম ৭০ লাখ ইউরো।

বিপদ বুঝতে পেরে ওই নাবিকরা এসওএস পাঠান। তাদের কয়েকজন জাহাজ থেকে সমুদ্রে নেমে পড়েন।

এসওএস দেখেই নরওয়ের কোস্ট গার্ড তৎপর হয়ে খোঁজ শুরু করে। হেলিকপ্টারও খোঁজে। দেখা মেলে পণ্যবাহী জাহাজের।

কিছু নাবিক সমুদ্রে নেমে পড়লেও বাকিরা জাহাজের ডেকেই ছিলেন। সব নাবিককে উদ্ধার করে কোস্ট গার্ড। কোস্ট গার্ড জানিয়েছে, দেড় দিনের মধ্যে জাহাজটি তীরে নিয়ে আসা যাবে। সূত্র:ডয়েচে ভেলে

বৈশাখী নিউজজেপা