বায়ার্নের জিনাব্রি করোনায় আক্রান্ত

আপডেট: April 7, 2021 |

চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ স্বাগত জানাবে গত বারের রানার্স আপ প্যারিস সেন্ট জার্মেইকে। মুখোমুখি হওয়ার আগে দিয়ে দুই দলেই করোনাভাইরাস ছোবল বসিয়েছে। অ্যালিয়েঞ্জ অ্যারেনার লড়াইয়ে নামার আগে ফরাসি জায়ান্টরা করোনায় হারিয়েছে মার্কোস ভেরাত্তি ও আলেসান্দ্রো ফ্লোরেঞ্জিকে। আর বায়ার্ন পাচ্ছে না এই মৌসুমে তাদের তৃতীয় শীর্ষ গোলদাতা সের্গে জিনাব্রিকে।

মঙ্গলবার (৬ এপ্রিল) দলের অনুশীলনে ছিলেন না জিনাব্রি। পরে তার শরীরে করোনা শনাক্ত করা হয়। ২৫ বছর বয়সী ফরোয়ার্ডের করোনা পজিটিভ হওয়ার ঘটনা এবারই প্রথম নয়। গত বছরের অক্টোবরে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে প্রথম ম্যাচের আগে প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হন জিনাব্রি। পাঁচ দিন পর জানা যায়, তা ছিল ‘ফলস পজিটিভ’।

বায়ার্ন তাদের টুইটার অ্যাকাউন্টে লিখেছে, ‘সের্গে জিনাব্রির করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ হয়েছে। বায়ার্ন ফরোয়ার্ড ভালো আছেন এবং বাসায় কোয়ারেন্টাইন করছেন।’

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর