ভিয়েনা আলোচনা নতুন অধ্যায়ের সূচনা : হাসান রুহানি

সময়: 3:38 pm - April 8, 2021 | | পঠিত হয়েছে: 3 বার

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ২০১৫ সালের পরমাণু চুক্তি পুনরুদ্ধারে ভিয়েনার আলোচনা নতুন অধ্যায়ের সূচনা করেছে।

পরমাণু চুক্তিতে ওয়াশিংটনকে ফিরিয়ে আনা এবং মার্কিন অবরোধ ও ইরানের পাল্টা পদক্ষেপের অবসান নিয়ে মঙ্গলবার ইরানি প্রতিনিধি দল চুক্তির অন্যান্য পক্ষের প্রতিনিধিদের সাথে ভিয়েনায় বৈঠক করে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত থেকে সরে আসতে প্রস্তুত। ট্রাম্প চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়ে ইরানের ওপর একতরফা অবরোধ আরোপ করেছিলেন।

এদিকে ইরান বলেছে, যুক্তরাষ্ট্র অবরোধ তুলে না নিলে তারা ওয়াশিংটনের সাথে আলোচনায় বসবে না। এ কারণে ভিয়েনা বৈঠকে যুক্তরাষ্ট্রের কোন প্রতিনিধি ছিল না।

ফলে আলোচনায় নেতৃত্ব দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। এদিকে সকল পক্ষই পরমাণু সমস্যা নিয়ে বৈঠক শুরুর বিষয়ে ইতিবাচক মূল্যায়ন করেছে।

বুধবার মন্ত্রিসভার বৈঠকে রুহানি বলেন, ভিয়েনা আলোচনা নতুন অধ্যায়ের সূচনা করেছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র সৎ ও আন্তরিক হলে আমরা অল্প সময়েই আলোচনা শুরু করতে পারবো।

এদিকে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, এটি একটি গঠনমূলক ফোরাম। আমরা যা ভেবেছি তারা তাই করছে।

উল্লেখ্য মার্কিন দল সরাসরি আলোচনায় ছিল না। কিন্তু তারা ভিয়েনার অন্য একটি হোটেলে অবস্থান করছিল।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর